নারী ও আকাশ

1.
আকাশের রং ক্ষনে ক্ষনে বদলায়।
নারীর মন প্রতি মুহুর্তে বদলায়।
2.
আকাশের সীমানা খুঁজে পাওয়া যায়না।
নারীর মন বুঝা যায়না।
3.
আকাশ ছুটে যায় দিগন্তের পানে।
নারী ছুটে যায় বিত্তের টানে।
4.
আকাশ সৌন্দযর্্য পিপাসুদের আকৃষ্ট করে।
নারী প্রেম পিপাসুদের কাছে টানে।
5.
আকাশ মাঝে মাঝেই গর্জে উঠে।
নারীরা ছেলেদের মোবাইলে মিসকল দেয়।
6.
আকাশের মাঝে বিচরন করে শত শত পাখ পাখালি।
নারীর মনে বিচরন করে শত শত পুরুষ।

আপনি জানেন কি?

 

18 থেকে 20 বছরের একজন নারী আফ্রিকার মতো_যার অর্ধেকটা আবিস্কৃত, অর্ধেকটা অনাবিস্কৃত কিন্তু প্রকৃতিগতভাবেই চমৎকার উর্বর।

21 থেকে 30 বছরের একজন নারী আমেরিকার মতো_যা খুবই উন্নত, যেখানে ধনবানদের জন্য মুক্ত বাণিজ্য বিদ্যমান।

31 থেকে 35 বছরের একজন নারী ভারতের মতো_যা মারাত্বক উত্তপ্ত কিন্তু তার সৌন্দর্যের কাছে সবাই পরাজিত।

36 থেকে 40 বছরের একজন নারী ফ্রান্সের মতো_যা হঠাৎ ঠান্ডা, হঠাৎ গরম কিন্তু সেখানে সবাই ভ্রমণ করতে চায়।

41 থেকে 50 বছরের একজন নারী যুগোস্লাভিয়ার মতো_যা যুদ্ধে পরাজিত, দংশিত, যার পুনর্নির্মাণ খুব জরুরি।

51 থেকে 60 বছরের একজন নারী রাশিয়ার মতো_যার রয়েছে উম্মূক্ত বিশাল সীমান্ত, যেখানে নিষ্প্রভ আবহাওয়াই মানুষকে সংযমী রাখে।

61 থেকে 70 বছরের একজন নারী মঙ্গোলিয়ার মতো_যার রয়েছে উজ্জ্বল এবং গৌরবময় অতীত কিন্তু কোনো ভবিষ্যৎ নেই।

71 থেকে 80 বছরের একজন নারী আফগানিস্থানের মতো_যার অবস্থান সবাই জানে, কিন্তু কেউ সেখানে যেতে চায় না।

81_ঊধর্্ব একজন নারী বাংলাদেশের মতো_যা ধুঁকে ধুঁকে কোনোভাবে বেঁচে থাকে।

আমি বারোমাস তোমায় ভালবাসি

14 ফেব্রুয়ারী বিশ্ব ভালবাসা দিবস। ন্তিু শুনে আশ্চর্য্য হবেন, দক্ষিন কোরিয়ায় প্রতি মাসেই রযেছে একটি করে ভালবাসা দিবস এবং সেটা প্রতি মাসের 14 তারিখেই।

14 জানুয়ারী প্রেমিকা প্রেমিকারা ভালবাসার নিদর্শন হিসেবে একে অপরকে ক্যালেন্ডার উপহার দিয়ে থাকেন!
14 ফেব্রুয়ারী বিশ্বভালবাসা দিবস। সেদিন প্রেমিকা প্রেমিকারা একে অপরকে চকলেট উপহার দেন!
14 মার্চ দক্ষিণ কোরিয়ার ঐতিহাসিক ভালবাসা দিবস। কোরিয়ানদের কাছে এটি একটি পবিত্র দিন। এদিন প্রেমিক প্রেমিকারা একত্রে ঘুরাফেরা করে দিন কাটায়!
14 এপ্রিল প্রেমিকা প্রেমিকারা একত্রে ফুল দেখতে যান বিভিন্ন বিখ্যাত ফুলের বাগানে!
14 মে দক্ষিন কোরিয়ান ছেলেরা তাদের পছন্দের মেয়েকে গোলাপ ফুল উপহার দিয়ে থাকেন।
14 জুন প্রেমিকা প্রেমিকারা একে অপরকে নিজের পছন্দের প্রেমের গান গেয়ে শোনান!
14 জুলাই প্রেমিকা প্রেমিকারা একে অপরকে আংটি উপহার দেন।
14 আগদ্ব প্রেমিকা প্রেমিকারা রাস্তার মুক্তাঙ্গনে একত্রে নাচ করেন।
14 সেপ্টেম্বর প্রেমিকা প্রেমিকারা দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে ছবি তোলেন।
14 অক্টোবর প্রেমিকা প্রেমিকারা একত্রে মদ্যপান করেন।
14 নভেম্বর প্রেমিকা প্রেমিকারা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেন।
14 ডিসেম্বর প্রেমিকা প্রেমিকারা একে অপরকে টাকা পয়সা উপহার দেন এবং বিবাহিত দম্পতিরা সারা বছরের আয়-ব্যয় হিসাব করেন।

কথোপকথন

প্রশ্ন- বিবাহ বিচ্ছেদ এতো ব্যয়বহুল কেন?
উত্তর- কারণ এটা অত্যন্ত মর্যাদাপূর্ণ।
প্রশ্ন- একজন বান্ধবী এবং স্ত্রীর পার্থক্য কি?
উত্তর- 45 পাউন্ড।
প্রশ্ন- একজন বন্ধু এবং স্বামীর মধ্যে পার্থক্য কি?
উত্তর- মাত্র 45 মিনিট।
প্রশ্ন- দ্রুত একজন মানুষের হৃদয়ে প্রবেশের উপায় কি?
উত্তর- খুব সোজা, শুধু মানুষটির বুক লক্ষ্য করে একটি ধারালো চাকু ছুড়ে দিন।
প্রশ্ন- কেন পুরুষরা কুমারি বিয়ে করতে চায়?
উত্তর- কারণ তারা সমালোচনার সামনে দাঁড়াতে পারে না।
প্রশ্ন- অনুভূতিপ্রবণ, সম এবং সুন্দর চেহারার ছেলেদের খুঁজে পাওয়া মেয়েদের জন্য কঠিন কেন?
উত্তর- কারণ এরকম ছেলেরা ইতোমধ্যেই তাদের বন্ধুত্ব মেনে নিয়েছে।
প্রশ্ন- একটি নতুন কুকুর এবং স্বামীর মধ্যে পার্থক্য কি?
উত্তর- এক বছর পরও কুকুরটি সেরকমই চিত্তাকর্ষক থাকে, যেরকম চাওয়া হয়।

আপনি জানেন কি?

30 জন ইসরাইলি একটি টেলিফোন বুথে এসে ভিড় করবে যখন তারা জানতে পারবে বুথটি প্যালেস্টাইনিয়ানদের আওতার বাইরে।
30 জন আমেরিকান বুথটিতে এসে ভিড় করবে যদি তারা জানতে পারে যে বুথটিতে ইরাকি তেল পাওয়া যাচ্ছে।
30 জন ফরাসি এসে বুথটিতে ভিড় করবে যদি তারা জেনে যায় বুথটি ইরাকে অবস্থিত নয়।
30 জন ইউরোপিয়ান বুথটিতে এসে ভিড় করবে যদি তারা জানতে পারে বুথটিতে ইরাকের মতো আগ্রাসন নেই।
30 জন ব্রিটিশ রাজনীতিবিদ বুথটিতে ভিড় করবে যদি তারা জেনে যায় যে বুথটিতে একজন ভোটার আছেন।
30 জন ব্রিটিশ নাগরিক বুথটিতে এসে জমা হবে যদি তারা জানতে পারে বুথটি থেকে টনি ব্লেয়ারকে সরাসরি গালি দেয়া যায়।
30 জন ব্রিটিশ গোয়েন্দা সেখানে এসে হাজির হবে যদি জানতে পারে সেখানে একজন ইরাকি আছেন।
30 জন ইরাকি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিককে খুব সহজেই বুথে পাওয়া যাবে যদি বুথটি হয় ব্রিটেনের পেন্টনভিল কারাগারের ভিতরে।
30 জন রাশিয়ান বুথটিতে এসে জমায়েত হবে যখন জানতে পারবে সেখানে এক টুকরো রুটি পাওয়া গেছে।
30 জন সাধারণ শান্তিকামী মানুষ বুথটিতে যাবেন যখন শুনবেন সেটি মার্কিন দূতাবাসের ভিতরে অবস্থিত।
30 জন তুর্কি বুথটিতে এসে ভিড় করবে যদি জানতে পারে সেখানে ভূমিকম্প, কুর্দি এবং ইরাকিরা নেই।
30 জন কুয়েতি দৌড়ে এসে বুথটিতে ভিড় জমাবে যখন জানতে পারবে সেখানে একজন ইরাকি আসছেন।
30 জন ইরানি বুথটিতে এস ভিড় করবে যদি জানতে পারে সেটি আল্লাহর নামে উৎস্বগর্ীকৃত।
30 জন মার্কিন জেনারেল বুথটিতে এসে ভিড় করবে যদি সংবাদ পায় যে সেখানে বোমা লুকানো আছে।
30 জন সাংবাদিক বুথটিতে ভিড় করবে যদি জানা যায় বুথটি বাগদাদের ভেতরে অবস্থিত।
30 জন ফিলিস্তিনি বুথটিতে এসে জমা হবে যখন তাদের বলা হবে যে এখান থেকেই অধিকৃত ভূমি ছেড়ে দেবার ঘোষণা দেবে ইসরাইল।
30 জন টেলিফোন ইঞ্জিনিয়ার এসে বুথটিতে ভিড় করবে যদি তারা জানতে পারে যে ডিমান্ড নোটের টাকা ওই বুথ থেকেই দেয়া হবে।
30 জন ছাত্র বুথটিতে এসে ভিড় করবে যদি তারা জেনে যায় যে বাকি 70 জনও খুব শিগগিরই তাদের মতো উদ্বাস্তু ও বেকার হয়ে এখানে আসছে।
30 জন বাঙালি বেকার বুথটিতে এসে হাজির হবে যদি তারা জানতে পারে বুথটি থেকে চাকরিদাতার নিকট মামার জোরে সুপারিশ করা যায়।